ফুটবলেও মাত বাবুলের, দিলেন তিন গোল : ভিডিয়ো - play
আসানসোলে অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে দিনের বেলা ফুটবল খেলা যায় না । তাই খেলোয়াড়দের আবদার রাখতে গতবারের সাংসদ থাকাকালীনই বাবুল সুপ্রিয় লোকো স্টেডিয়ামে ফ্লাডলাইট লাগিয়ে দিয়েছিলেন । আজ রাতে সেই আলোতেই রেলের অনুর্ধ্ব 19 দলের সঙ্গে ফুটবল খেললেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । তিনটি গোলও করলেন তিনি । সাংবাদিকদের জানালেন, কলকাতার পাশাপাশি মফস্বলের ছেলেরাও ভালো ফুটবল খেলে । তাই তাদের কথা ভেবেই লাইট লাগানো হয়েছে । আগামীদিনে আসানসোল আরও অনেক আলো দেখবে বলেও জানান তিনি ।