"শুধু রাত নয়, দিনের কলকাতাও সুরক্ষিত নয়" - ushoshi
সোমবার রাতে প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্তর হেনস্থার ঘটনা সামনে আসার পর মুখ খুলছেন বুদ্ধিজীবী মহলের অনেকেই । কেউ বলছেন নিজেদের অভিজ্ঞতার কথা । আবার কেউ প্রশ্ন তুলছে প্রশাসনের ভূমিকা নিয়ে । বুদ্ধিজীবীদের এই তালিকায় রয়েছে লেখিকা তৃষ্ণা বসাক । তাঁর মতে, শুধু রাতের কলকাতা নয়, দিনের কলকাতাও সুরক্ষিত নয় মেয়েদের জন্য । আর পুলিশ তো বেশিরভাগ ক্ষেত্রেই কোনও না কোনও রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হয় । তাঁর বিশ্বাস পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিলে এই অনভিপ্রেত ঘটনাগুলি অনেকটাই এড়ানো যাবে ।