জলপাইগুড়ির প্রতিটি বায়ো ও কমিউনিটি টয়লেটেই ঝুলছে তালা, সমস্যায় সাধারণ মানুষ
গোপাল ভাঁড়ের সেই গল্পটা মনে পড়ে ? রাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে নৌকাবিহারে বের হয়েছিলেন গোপাল । মাঝপথে শৌচালয়ে যাওয়ার জন্য রাজা নৌকা নৌঙর করতে বললেও গোপালের ছিল অন্য ভাবনা । যাই হোক পরে শাস্তি থেকে মুক্তি পেয়েছিলেন গোপালেরও । কিন্তু, জলপাইগুড়িতে কারও এমন পরিস্থিতি হলে চরম সমস্যায় পড়তে পারেন । শহরজুড়ে 11টি বায়ো টয়লেট ও পাঁচটি কমিউনিটি টয়লেট থাকলেও প্রতিটিতেই ঝুলছে তালা । কী বলছেন সেখানকার বাসিন্দারা ? প্রশাসনের বক্তব্যই বা কী ? শুনলেন ইটিভি ভারতের প্রতিনিধি অভিজিৎ বসু ।