পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পর্যটকদের জন্য সেজে উঠেছে অশোকনগর মিলেনিয়াম পার্ক

By

Published : Dec 25, 2019, 10:13 PM IST

শীতের মরসুমে পর্যটনের নতুন ঠিকানা উত্তর 24 পরগনার অশোকনগরের মিলেনিয়াম পার্ক । পর্যটকদের জন্য নতুন করে ঢেলে সাজানো হয়েছে পার্কটি ৷ পার্কের সবচেয়ে বড় আকর্ষণ রোপওয়ে । প্রায় 100 ফুট উচ্চতার রোপওয়ে সাড়ে চারশো মিটার দীর্ঘ । রোপওয়েতে চড়ে গোটা পার্কটা দেখা যায় । রোপওয়ের নীচে রয়েছে বড় জলাশয় । সেখানে নৌকোবিহার করা যায় । তা ছাড়া টয়ট্রেন, তারামণ্ডল, রকমারি দোলনা তো রয়েছেই । বড়দিন উপলক্ষে বুধবার উপচে পড়া ভিড় ছিল এই মিলেনিয়াম পার্কে ।

ABOUT THE AUTHOR

...view details