পৌরনিগম নয়, SJDA-কেও পাঁচ বছরে আর্থিক সহায়তা দেয়নি রাজ্য সরকার : অশোক - ফিরহাদ হাকিম
গতকালই ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, আগামী বছর শিলিগুড়িতে 300 কোটি টাকার একটি জল প্রকল্প কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠানো হবে । আজ এনিয়ে অশোক ভট্টাচার্য বলেন, "আগামী বছর আমরা বা ওরা কেউই ক্ষমতায় থাকব কি না নিশ্চিত নয়। তা ছাড়া যে প্রকল্পে ওই অনুমোদন চাওয়া হবে সেটিও আগামী বছর থাকবে কি না নিশ্চিত নয় । তাহলে কীসের ভিত্তিতে মন্ত্রী তা বললেন ?" তিনি আরও অভিযোগ করেন, শুধু পৌরনিগম নয়, SJDA-কেও গত পাঁচ বছরে আর্থিক সহায়তা দেয়নি এই সরকার ।