পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ওয়ার্ডে এত আবর্জনা কেন ? আলিপুরদুয়ার পৌরসভা ঘেরাও BJP-র - পৌরসভা ঘেরাও BJP-র

By

Published : Nov 11, 2020, 9:18 PM IST

বিহার নির্বাচন থেকে বাড়তি অক্সিজেন নিয়ে 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য BJP ৷ জেলা BJP নেতা-কর্মীরা আলিপুরদুয়ার পৌরসভা ঘেরাও করে শহরকে জঞ্জাল মুক্ত করার দাবি জানিয়ে ঘণ্টাখানেক বিক্ষোভ দেখায় । BJP-র বিক্ষোভের জেরে পৌরসভার কাজ কার্যত বেশ কিছুক্ষণের জন্য থমকে যায় । আলিপুরদুয়ার জেলা BJP-র সাধারণ সম্পাদক সুমন কাঞ্জিলাল বলেন, ‘‘20টি ওয়ার্ড জঞ্জালে ভরে গেছে । সব ওয়ার্ড থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে । গোটা শহর জঞ্জালের স্তুপে পরিণত হয়েছে । এই জঞ্জালের দৌলতে আমাদের মা, বোন, বয়স্ক মানুষ নাজেহাল । এই ভাবে ওয়ার্ডের ভেতর নোংরা আবর্জনা কেন ? এই পরিস্থিতির আমরা জবাব চাইতে এসেছি ।’’

ABOUT THE AUTHOR

...view details