ব্যালট ফিরিয়ে আনার দাবিতে 5 হাজার কিমি পদযাত্রা
14 অগাস্ট থেকে শুরু হয়েছে তাঁর পদযাত্রা ৷ ইতিমধ্যে বেশ কিছু রাজ্য ঘুরে ফেলেছেন ওঙ্কার সিংহ ধিঁলো । পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড হয়ে দিল্লিতে গান্ধি সমাধিতে গিয়ে পদযাত্রা শেষ করবেন তিনি ৷ ইলেকট্রনিক মেশিনে ভোট হলে দেশের গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করা যায় না । মেশিনে অনেক কিছু গণ্ডগোল হয়ে যায় ৷ তাই ভোট গ্রহণের জন্য ফিরিয়ে আনা হোক ব্যালট ৷