নদী পেরিয়ে গ্রামে হাতির দল, ভিড় জমাল উৎসুক জনতা - সুবর্ণরেখা নদী
সাতসকালে সুর্বণরেখা নদী পেরিয়ে গোপীবল্লভপুরের ট্যোপগেড়িয়া ও পিড়াশিমূল গ্রামে ঢুকল আটটি হাতির দল । সেই দলে চারটি শাবকও রয়েছে ৷ সোমবার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মালঞ্চা হয়ে সুবর্ণরেখা পেরিয়ে হাতিগুলি এক নম্বর ব্লক এলাকায় ঢুকে পড়ে । খবর পেয়ে গ্রামের মানুষজন উৎসাহী হয়ে হাতি দেখতে ভিড় জমায় । যদিও এখনও পর্যন্ত হাতি কোনও ক্ষয়ক্ষতি করেনি বলেই জানা গিয়েছে । কিন্তু যে পথ দিয়ে হাতি গিয়েছে সেখানে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান গ্রামবাসীরা ।