দাসপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি
পশ্চিম মেদিনীপুরে দাসপুর থানা এলাকার নিশ্চিন্দিপুর গ্রামে গোমরাই খালের পাড়ে ছিল এলাকার বাসিন্দা নিমাই সামন্তর চারতলা পাকা বাড়ি ৷ অভিযোগ, অবৈজ্ঞানিকভাবে খাল সংস্কারের কাজ চলছিল ৷ আর তার ফলেই বাড়িটিতে প্রথমে ফাটল দেখা যায় ৷ পরে পুরো বাড়িটিই ভেঙে পড়ে যায় ৷ তবে, ঘটনায় কোনও হতাহতের খবর নেই ৷