পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

24 ইঞ্চির দুর্গা পাড়ি দেবে দক্ষিণ আফ্রিকা - 24 inch durga

By

Published : Jul 28, 2019, 5:33 PM IST

পুজোর আগেই 24 ইঞ্চির দুর্গা পাড়ি দিচ্ছে দক্ষিণ আফ্রিকা ৷ শিল্পী দীপেশ পাল ৷ বায়না পাওয়ার পর মাত্র চারমাসের নিরলস পরিশ্রমেই শিল্পী তৈরি করেছেন 24 ইঞ্চির দুর্গা ৷ যা সহজেই বিমানে করে নিয়ে যাওয়া যাবে বিদেশের মাটিতে ৷ শিল্পী জানান, তাঁর প্রতিবেশীর বেশকিছু আত্মীয় থাকেন দক্ষিণ আফ্রিকায় ৷ সেই প্রতিবেশীর সূত্রেই পেয়ে যান মূর্তি গড়ার বায়না ৷ প্রতিবেশীর আত্মীয়রা ফোনেই মূর্তি গড়ার বায়না দেন দীপেশবাবুকে ৷ প্রবাসী বাঙালিরা ফি-বছর বিদেশের মাটিতে পুজো করেন ৷ তবে বিমানে করে মূর্তি নিয়ে যাওয়ার ক্ষেত্রে ছোটো মূর্তি সবচেয়ে উপযুক্ত ৷ সেই অনুযায়ী এই ছোটো মূর্তি তৈরি করেন দীপেশ পাল ৷ ভিডিয়ো...

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details