জলদাপাড়া থেকে উদ্ধার ১৫ ফুট লম্বা বার্মিজ পাইথন
নতুন রেকর্ড জলদাপাড়া জাতীয় উদ্যানের। ইতিহাসের সব রেকর্ডকে ছাপিয়ে জলদাপাড়ায় উদ্ধার হল ১৫ ফুট ২ ইঞ্চি লম্বা বার্মিজ পাইথন । এশিয়ান হাইওয়ে লাগোয়া একটি বেসরকারি ট্যুরিজম লজের পাশে প্রথমে দেখা যায় ওই পাইথনটিকে । সেইসময় একটি ছাগলকে গেলার চেষ্টা করছিল । বিষয়টি নজরে আসতেই ভিড় জমায় স্থানীয়রা । পরে পাইথনটিকে বনদপ্তরের হাতে তুলে দেয় তারা । জলদাপাড়া বনবিভাগের DFO কুমার বিমল জানিয়েছেন "ইতিপূর্বে জলদাপাড়ায় এই ধরনের প্রকাণ্ড পাইথনের দেখা মেলেনি । এর থেকেই পরিষ্কার যে জলদাপাড়ার জীব বৈচিত্র কতটা সমৃদ্ধ। "