King Cobra Rescued: ময়নাগুড়িতে বিশালাকার কিংকোবরা উদ্ধার
ফের লোকালয় থেকে উদ্ধার কিং কোবরা । আতঙ্ক ছড়াল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির রামশাই এলাকায় । রামশাই এলাকার প্রাইমারি স্কুলের পাশ থেকে উদ্ধার করা হয় কিং কোবরাটিকে । কিং কোবরাটিকে উদ্ধার করে গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গলের ছেড়ে দেওয়া হয় । ময়নাগুড়ির পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, "আমাদের কাছে খবর আসে রামশাইতে একটি কিংকোবরা দেখা গিয়েছে । স্থানীয়রা আমাদের খবর দেয় । আমরা বনকর্মীদের সঙ্গে নিয়ে রামশাই স্কুলের পাশে থাকা একটি ঝোপ থেকে প্রায় 12 ফুট দৈর্ঘের কিং কোবরাটিকে উদ্ধার করি ।"