কিবু ভিকুনার আই লিগ ভাবনায় কাঁটা চামারোর চোট - আই লিগ
হাতে আর সপ্তাহ তিনেক । তারপরই আই লিগ শুরু হতে চলেছে । আই লিগের প্রস্তুতি শুরু করেছে মোহনবাগান । কোচ কিবু ভিকুনা আই লিগে নামার আগে দলের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে রাজি নন । এই মরশুমে তাঁর কোচিংয়ে তিনটে টুর্নামেন্ট খেলেছে সবুজ-মেরুন ব্রিগেড । এবং তিনটে টুর্নামেন্টে তারা রানার্স । সমর্থকদের মনের কথা জানেন স্পেনের মানুষটি । তিনি নিজেও সমর্থকদের আবেগের দাম দিতে চান । সেই লক্ষ্যে দলকে কঠোর পরিশ্রমে ডুবিয়ে রেখেছেন । কারণ আই লিগে ছোটো ভুলে বড় ক্ষতির আশঙ্কা । কিন্তু মোহনবাগানের হেডস্যারের চিন্তা বাড়িয়েছে সালভো চামারোর চোট । কুঁচকির চোটে কাবু স্প্যানিশ স্ট্রাইকার ফিজ়িও-র অধীনে নিজেকে সুস্থ করতে ব্যস্ত । ফিজ়িও বলছেন, দ্রুত ফিট হচ্ছেন চামারো । কিন্তু ম্যাচ ফিট হতে সময় দরকার । তাই পাওয়া, না পাওয়ার দিকে না তাকিয়ে যাঁরা আছেন তাঁদের নিয়েই ছক সাজাচ্ছেন কিবু ভিকুনা । ইতিমধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছেন । দলের পারফরমেন্সে খুশি । তাই আই লিগকে পাখির চোখ করে মোহনবাগানে এখন চোয়াল কঠিন মানসিকতায় প্রস্তুতি চলছে ।