ধোনি দা প্যারাট্রুপার: যুদ্ধবিমান থেকে শূন্যে ঝাঁপ মাহির
অনেক সেলিব্রিটিকেই সাম্মানিক সামরিক অফিসারের পদ দেওয়া হয় ৷ তার মধ্যে খুব কমজনই এই পদের আসল মর্ম বোঝার চেষ্টা করেন ৷ কিন্তু মহেন্দ্র সিং ধোনি অন্য ধাতু দিয়ে গড়া ৷ বরাবরই সেনাবাহিনীর প্রতি ভালোলাগার কথা জানিয়ে আসা ধোনি 2019 বিশ্বকাপের পর সোজা চলে গিয়েছিলেন লাদাখ ৷ 15টা দিন কাটিয়েছিলেন 106 নম্বর টেরিটোরিয়াল ব্যাটেলিয়নের প্যারা বিভাগের সঙ্গে ৷ সেই সময়কার এক রুদ্ধশ্বাস ভিডিয়ো প্রকাশ্য এসেছে ৷ যেখানে প্যারাট্রুপারদের সঙ্গে 1250 ফিট উচ্চতা থেকে ঝাঁপ দিচ্ছেন মাহি ৷ ধোনির হেলিকপ্টার শট দেখে অভ্যস্ত অনুরাগীরা এবার কপ্টার থেকে উড়ন্ত মাহিকে দেখে উচ্ছ্বসিত ৷