পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কীভাবে আয়োজন করা হবে আই লিগ ? জানালেন সুব্রত দত্ত - সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত

By

Published : Aug 16, 2020, 10:42 PM IST

Updated : Aug 19, 2020, 1:04 PM IST

দেশে ফুটবল ফেরানোর কাজ শুরু হয়ে গিয়েছে । আই লিগের দুটো ডিভিশনের খেলা এবছর কলকাতায় হবে । ফেডারেশনের এই সিদ্ধান্তে খুশি IFA । কিন্তু ফেডারেশন কেন কলকাতাকে বেছে নিল তার নেপথ্য কাহিনি শোনালেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত । একই সঙ্গে জানালেন, আয়োজনের কোনও ত্রুটি তাঁরা রাখবেন না । কোরোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পাঠানো যাবতীয় নির্দেশ পালন করার ব্যবস্থা করা হবে । আই লিগ হবে বারো দলের । সুদেভা FC অংশ নিচ্ছে । অবস্থা বুঝে শ্রীনিধিকে সুযোগ দেওয়া হবে । IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় ইতিমধ্যে কিশোর ভারতী স্টেডিয়াম, বারসত স্টেডিয়াম এবং কল্যাণী স্টেডিয়ামকে প্রাথমিকভাবে বেছে রেখেছেন । ফেডারেশনের কর্তাদের পরিদর্শনের পরে তা সবুজ সংকেত পাবে ।
Last Updated : Aug 19, 2020, 1:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details