অভিষেক থেকে 'সেঞ্চুরি' টেস্ট, জো রুটের ভারত-যোগ - jo root ready to play 100th test match in india
অভিষেক টেস্ট খেলেছিলেন ভারতের বিরুদ্ধে ৷ 50তম টেস্টেও প্রতিপক্ষ ছিল ভারত ৷ কাকতালীয়ভাবে কয়েকদিন পর চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে 100তম টেস্ট খেলতে নামবেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ৷ তাঁর টেস্ট কেরিয়ারের দামী মুহূর্তগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের নাম ৷ টেস্ট কেরিয়ারে ভারত যোগ নিয়ে রুট নিজেও উচ্ছ্বসিত ৷