'মহাতীর্থ কালীঘাট'-এ অভিনয় নিয়ে আড্ডায় অভিনেত্রী সৃজিতা - Mahatirtha Kalighat actress
এর আগে অনেকবার পার্শ্বচরিত্রে অভিনয় করলেও, 'মহাতীর্থ কালীঘাট' ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা গেছে অভিনেত্রী সৃজিতা মুখার্জিকে। শুধু তাই নয়, বেশ ভালোরকম প্রশংসাও পেয়েছেন তিনি দর্শকের কাছ থেকে। সম্প্রতি শেষ হয়েছে ধারাবাহিকটি। কেমন ছিল ক্যারিয়ারের সর্বপ্রথম লিড চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা ? ETV ভারত সিতারার সঙ্গে আড্ডা দিলেন সৃজিতা...
Last Updated : Oct 16, 2019, 7:00 AM IST