ভূপালের জীবনে পরিবর্তন, 'রাণী রাসমণি'-তে নতুন মোড় - রানী রাসমণি
রানির পরিবার রওনা দিয়েছে কাশীর উদ্দেশ্য। সেখানে রানিমার জীবনে দেখা দিচ্ছে একের পর এক বিপদ। সবকিছু কাটিয়ে যখন সবাই কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, তখন ভূপালের জীবনে আসে নতুন মোড়। ভূপাল কি সব প্রতিকূলতাকে কাটিয়ে পারবে এগিয়ে আসতে? উত্তর লুকিয়ে 'রাণী রাসমণি' ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে। তার আগে ধারাবাহিকের সেটে ঢুঁ মারল ETV ভারত সিতারা।