'ভিঞ্চিদা'-র প্রিমিয়ারে... - undefined
গল্পটা লিখেছিলেন রুদ্রনীল ঘোষ। পড়ে পছন্দ হতেই ছবি করার সিদ্ধান্ত নেন সৃজিত মুখার্জি। নিজের মতো চিত্রনাট্য বানিয়ে তৈরি করে ফেলেন 'ভিঞ্চি দা' ছবিটি। আর সেই ছবির প্রিমিয়ারেই গতকাল এক মাল্টিপ্লেক্সে বসেছিল তারকাদের হাট। প্রসেনজিৎ চ্যাটার্জি, শিবপ্রসাদ মুখার্জি সহ ছবির কলাকুলশীরাও এসেছিলেন ছবির প্রিমিয়ারে।
Last Updated : Apr 13, 2019, 7:37 PM IST
TAGGED:
bengali movie