'প্লাস্টিক অসুর' বধে এগিয়ে এলেন টলি তারকারা
প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনে অংশ হয়ে উঠেছে । বিভিন্ন সমীক্ষা বলছে প্লাস্টিক বর্তমান পৃথিবীর বড় সংকট । অদূর ভবিষ্যতে এটি পৃথিবীর ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে । তাই 'অসুর' হিসেবে এখন সমাজে গণ্য করা হচ্ছে প্লাস্টিককেই । আর প্লাস্টিক নিয়ে মানুষকে সচেতন করতে এগিয়ে এলেন বাংলা টেলিভিশনের তিন অভিনেত্রী ।