'SOS কলকাতা'-র প্রিমিয়ারে চাঁদের হাট
পুজোর সময়ই মুক্তি পেয়েছে এনা সাহা প্রযোজিত ছবি 'SOS কলকাতা'। ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছেন নুসরত জাহান, মিমি চক্রবর্তী, যশ দাশগুপ্ত সহ আরও অনেকে । ছবিটি পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ । ছবির প্রিমিয়ারে গিয়ে কী বললেন কলাকুশলী এবং তারকারা ? দেখুন ভিডিয়ো...