পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কাশী গিয়ে কি নতুন কোনও বিপদে পড়বে রানির পরিবার ? - serial

By

Published : Jul 29, 2019, 3:47 PM IST

গত সপ্তাহে 'রানী রাসমণি' ধারাবাহিকে দেখা গেছে রথযাত্রাকে কেন্দ্র করে রানির পরিবারে খুশির ছোঁয়া । পাশাপাশি যদুকে সুস্থ করে তুলতে রানিমা প্রাণপন চেষ্টা করে যাচ্ছে । জারি রয়েছে ইংরেজের বিরুদ্ধে লড়াইও । এখন রানির পরিবারের সকলে মিলে কাশীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে । যে কারণে এসেছে প্রচুর নৌকা । কিন্তু কাশী গিয়ে নতুন কিছু ঘটবে রানির পরিবারের সঙ্গে ? জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল ধারাবাহিকের সেটে ।

ABOUT THE AUTHOR

...view details