Kanchan Mullick : 25 বছর অভিনয় করছি, সবটাই পয়সার জন্য নয় : কাঞ্চন - শেওড়াফুলি
"আমি 25 বছর অভিনয় করছি সবটাই পয়সার জন্য নয় ৷ যদি সবটাই পয়সার জন্য হত তাহলে দু'বছর করে চলে যেতে পারতাম ৷ আমার পাঁচটা সিনেমা তৈরি হয়ে বন্ধ হয়ে রয়েছে । যদি সিনেমাহল না খোলে তাহলে হল মালিক আর টেকনিশিয়ানরা খাবে কী ?" সিনেমাহল খোলার প্রসঙ্গে বললেন অভিনেতা তথা উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ৷ শনিবার শেওড়াফুলি রাজবাড়ির মাঠে ফুটবল খেলা দেখতে এসে খেলা হবে দিবস প্রসঙ্গের পাশাপাশি একথা বলেন তিনি ৷