বাবার জন্মদিন, কী করল ছোট্টো ইউভান ? - শুভশ্রী গাঙ্গুলির খবর
কলকাতা : জন্মদিনের সে কিছুই বোঝে না, আজকের দিনে কী বলতে হয় সেটাও সে জানে না...ছোট্টো ইউভান শুধু মায়ের কোলে বসে দোল খেল, খিলিখিলিয়ে হেসে উঠল । মা শুভশ্রীই তার হয়ে বাবা রাজকে 'হ্যাপি বার্থডে' বলে দিলেন । মজার ভিডিয়োয় এরই মধ্যে হাজার হাজার ভিউ । দেখে নিন...