নুসরত-নিখিলের ওয়েডিং রিসেপশন থেকে সরাসরি... - মিমি চক্রবর্তী
কলকাতা : পুরো টলিউড ইন্ডাস্ট্রি উপস্থিত ছিল নুসরত জাহান ও নিখিল জৈনের বিয়ের রিসেপশনে। শুধু টলিউড তারকারাই নন, রাজনৈতিক দুনিয়ার অনেকেও এসেছিলেন এই অনুষ্ঠানে। কারণ অভিনেত্রীর সঙ্গে তিনি এখন একজন সাংসদও। ETV ভারত সিতারার পরদায় দেখে নিন সেই ঝলমলে রিসেপশনের কিছু মুহূর্ত।