মহাপ্রভু শ্রী চৈতন্যর সেটে ৭০০ পর্ব সেলিব্রেশন - television
পৌরানিক কাহিনি অবলম্বনে বাংলা টেলিভিশনের পরদায় শুরু হয়েছিল ধারাবাহিক মহাপ্রভু শ্রী চৈতন্য। দেখতে দেখতে ধারাবাহিকটি 700 পর্বে পা দিল। সম্প্রতি ভারত লক্ষ্মী স্টুডিয়োতে হয়ে গেল সেই সেলিব্রেশনই। উপস্থিত ছিলেন ধারাবাহিকের কলাকুশলীরা। দেখুন ভিডিয়োয়।