Interview : 'ভূত চতুর্দশী'-র ডেবিউটেন্ট পরিচালক সাব্বির মালিক
সিনেমা নিয়ে পড়াশোনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। তারপর অপর্ণা সেন, বিরসা দাশগুপ্ত, মৈনাক ভৌমিক, রাজ চক্রবর্তী এবং অরিজিৎ সিংয়ের সঙ্গে ক্যামেরার পিছনে কাজ করেছেন সাব্বির মালিক। খুব তাড়াতাড়ি মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত প্রথম ছবি 'ভূত চতুর্দশী'। সাব্বির তাঁর অভিজ্ঞতার কথা, এই টলিউড জগতের কথা শেয়ার করলেন ETV ভারতের সঙ্গে।