স্টেজে উঠতে ভয় পেতেন আয়ুষ্মান ! - Ayushmann's dad
'ভিকি ডোনার' থেকে শুরু করে 'বালা' । ভিন্ন ঘরানার একাধিক ছবিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা । অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি । কিন্তু, ছোটো থেকে নাকি খুবই লাজুক ছিলেন । আর কনফিডেন্স বাড়াতে সাহায্য করেছেন তাঁর বাবা ।