নতুন চমক নিয়ে হাজির 'রাণী রাসমণি' - bengali serial
কলকাতা : সবেমাত্র রথযাত্রা শেষ হয়েছে ধারাবাহিকে। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই রানির পরিবারে নতুন বিপদ। তবে কী সেই বিপদ সেই নিয়ে ধারাবাহিকের কেউ মুখ খুলতে চাইলেন না। 'করুণাময়ী রাণী রাসমণি' ধারাবাহিকের সেট থেকে নানা মুহূর্ত তোলা রইল ভিডিয়োতে..