ভ্যালেন্টাইন'স ডে-তে প্রসেনজিতের প্রসঙ্গ এড়িয়ে গেলেন দেবশ্রী - দেবশ্রী
সারাটা বছর ভালোবাসার দিন । শুধুমাত্র আজকের দিনকেই ভালোবাসার দিন বলতে চান না রায়দিঘির তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী দেবশ্রী রায় । একবার ভ্যালেন্টাইনস ডে-তে বিশাল একটি কার্ড পেয়েছিলেন তিনি । সেখানে প্রেম নিবেদন করা হয় তাঁকে । যদিও কার্ডটি কে দিয়েছিলেন তা অবশ্য খোলসা করেননি অভিনেত্রী । প্রেমে পড়েছেন বহুবার । আর প্রেমে পড়াকে যথেষ্ট স্বাস্থ্যকর বলেও মনে করেন তিনি । এইসব টুকরো টুকরো স্মৃতি নিয়ে ETV ভারত সিতারার মুখোমুখি হলেন দেবশ্রী । তবে এত কথার মাঝেই প্রজেনসিৎ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গকে এড়িয়ে যান তিনি । দেখুন ভিডিয়ো...
Last Updated : Feb 14, 2020, 2:46 PM IST