আড্ডায় টিম 'অতিথি' - pratik
গাড়ি দুর্ঘটনায় মানসিক ভারসাম্য হারায় দু'জন। এসে পৌঁছয় এক আশ্রমে। সেখান থেকেই ভালোবাসা, ভালো হয়ে ওঠার গল্প শুরু। ছবির নাম 'অতিথি'। অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়নী ঘোষ, প্রতীক, নিশান। পরিচালনায় সুজিত কুমার পাল। আগামী ১৭ মে মুক্তি। তার আগে ETV Bharat-এর সঙ্গে আড্ডা দিলেন সুজিত, সায়নী ও প্রতীক।