শেষযাত্রায় অমলা শংকর, ভেঙে পড়লেন মমতা - Mamata Shankar on Amala Shankar
আজ ভোরে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী নৃত্যশিল্পী অমলা শংকর । বয়স হয়েছিল 101 বছর । দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই মারা যান তিনি । দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন । দুপুরের দিকে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় । মায়ের শেষ যাত্রায় ভেঙে পড়লেন মমতা শংকর । কিন্তু এত শান্তিতে মায়ের মৃত্যু হয়েছে দেখে ভালোও লেগেছে তাঁর । ঈশ্বরের কাছে কৃতজ্ঞ মমতা । দেখে নিন ভিডিয়ো...