Teeth Care: সৌন্দর্য বাড়াতে নকল দাঁত বসানো ঠিক কতটা সুরক্ষিত ? জানালেন বিশেষজ্ঞ - Teeth Care
সম্পর্কের আদান-প্রদান তৈরি হয় এক হাসির মাধ্যমেই। মিষ্টি হেসে নমস্কার বলাতেই মজে বাঙালি। তবে এই হাসি তখনই সুন্দর যখন তার দাঁত সুন্দর। আর সেখান থেকেই শুরু হয় দাঁতের প্রতি যত্ন (Daily Dental Care)। সেজন্য বর্তমানে দেখা যাচ্ছে এই নকল দাঁত বসানোর হিড়িক। কোনও দাঁতে যদি সমস্যা থাকে সেই দাঁত তুলে নকল দাঁত বসিয়ে নিতেই বেশি সুবিধা পাচ্ছেন আমজনতা। তবে তা কখনোই উচিত নয়, বলেই মনে করছেন চিকিৎসকরা। নকল দাঁতই ডেকে আনতে পারে বড় কোনও সমস্যা।
দন্ত চিকিৎসক মুন চট্টরাজ এই বিষয় জানান, "নকল দাঁত মানুষের শরীরে জন্য একদমই ঠিক না। কারণ আমরা প্লাস্টিক ব্যবহার করতে বারণ করেছি। তবে সেই প্লাস্টিক কে মুখের মধ্যে রাখা আরও ক্ষতিকর। এখন সব থেকে বেশি ওরাল ক্যান্সার দেখা যায় এই কারণে। এজন্য যদি কেউ ক্রাউন বা নতুন দাঁত ইমপ্লিমেন্ট করে সে সুরক্ষিত থাকবে।" তবে এরই সঙ্গে বর্তমান প্রজন্ম দাঁতের পরিকাঠামো ঠিক রাখতে ব্যবহার করেন বিভিন্ন ধরনের ক্লিপ। এই ক্লিপের ব্যবহার শুধু আজ নয়, চলে আসছে বহু কাল ধরে। কিন্তু সেদিকেও যেতে মানা চিকিৎসকদের। কারণ এই ক্লিপ থেকে অনেক সময় দেখা যায় ইনফেকশন ও দাঁত ভেঙে যাওয়ার চিত্র। তাই এবার এই ভাবনাকে নতুনত্ব এক রূপে পরিচয় দিলেন চিকিৎসক মুন চট্টরাজ।
তার কথায়, বর্তমানে ইনভিজিবল ভাবেও এই দাঁতের কাঠামোকে ঠিক করা সম্ভব। এরই সঙ্গে চিকিৎসক জানিয়েছেন, বর্তমান প্রজন্ম সচেতন হলেও তারা বেশি নির্ভর করে অনলাইনের উপর। তাই অনেক সময় দেখা যায় তারা নিজেই নিজের ডাক্তার হয়ে দাঁতের চিকিৎসা করে নিচ্ছে। তাতেও সম্পূর্ণভাবে নিষেধ করছেন চিকিৎসক। কারণ ইতিমধ্যেই তিনি বহু কেস পেয়েছেন যা প্রমাণ করে দিয়েছে, এই চিকিৎসা আরও ক্ষতি করছে দাঁতের। তাই তাঁর মতে, বছরে একবার হলেও অবশ্যই যাওয়া দরকার দাঁতের চিকিৎসকের কাছে।