WB Foundation Day: মমতার অভিযোগে সাড়া দিলেন না বোস, রাজভবনে আনন্দেই পালিত হল রাজ্য 'ফাউন্ডেশন ডে' - রাজ্যপাল সিভি আনন্দ বোস
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি সত্ত্বেও পালিত হল 'পশ্চিমবঙ্গ ফাউন্ডেশন ডে' ৷ এই অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফে কোনও প্রতিনিধিকে উপস্থিত থাকতে দেখা যায়নি ৷ মঙ্গলবার রাজভবনে সাংস্কৃতিক দিবসের মাধ্যমে পালিত হল এই বিশেষ দিন ৷ তবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার টুইট করে রাজ্যবাসীকে 'ফাউন্ডেশন ডে'র শুভেচ্ছা জানিয়েছিলেন ৷
এদিনের ফাউন্ডেশন ডে-র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজভবনের তিনি 'জিরো টলারেন্স' নীতির কথা উল্লেখ করেন ৷ তিনি বলেন, ''সাধারণ মানুষের স্বাধীনভাবে ভোটা প্রদানের অধিকার আছে ৷ নির্ভয়ে ভোট দিন ৷ আমি মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিবেদিত ৷ পশ্চিমবাংলায় অপার সম্ভাবনা ও প্রতিভা আছে ৷ সেগুলি প্রস্ফুটিত করতে হবে ৷ ''
সোমবার রাতেই রাজ্যপালকে চিঠি দিয়ে জানিয়ে ছিলেন, তাঁর সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই রাজ্যপাল একতরফা ভাবেই ফাউন্ডেশন ডে পালনের কথা ঘোষণা করেছিলেন ৷ তাই রাজ্যপালের এই সিদ্ধান্তে তিনি মর্মাহত ৷ তাছাড়া পশ্চিমবঙ্গের কোনও নির্দিষ্ট দিনে জন্ম হয়নি ৷ তাই 20 জুনকে ফাউন্ডেশন ডে ঘোষণা ঠিক নয় ৷ এই দিনটির সঙ্গে বিচ্ছেদের ও শিকড় ছেঁড়ার যন্ত্রণা জড়িয়ে আছে ৷