পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Two Storied House Collapsed: হঠাৎ ভেঙে পড়ল আস্ত একটি মাটির দোতালা বাড়ি - Mud House Collapsed in Namkhana

By

Published : Oct 29, 2022, 11:39 AM IST

Updated : Feb 3, 2023, 8:30 PM IST

হুড় মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত একটি মাটির বাড়ি (Two Storied House Collapsed) । অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা । এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের নাণ্ডাভাঙাতে । জানা গিয়েছে, সকালে প্রথম পরিবারের সদস্যরা টের পায় যে বাড়ির পিছন দিকের দেওয়াল থেকে মাটি খসে পড়তে শুরু করেছে । বিপদের আভাস বুঝতে পেরে পরিবারের পাঁচ সদস্য তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসে । তারপরে চোখের সামনে হুড় মুড়িয়ে ভেঙে পড়ে দোতালা মাটির বাড়িটি (Mud House Collapsed in Namkhana) । ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে টানা বৃষ্টি তার জেরে দুর্বল হয়ে গিয়েছিল বাড়িটি বলে সদস্যদের অনুমান । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নামখানা ব্লকের বিডিও ও প্রশাসনের আধিকারিকেরা । ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা ।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details