Ayodhya Ahead of Deepotsav: দীপোৎসবের আগে সেজে উঠেছে অযোধ্যা, জ্বালানো হবে 21 লক্ষ প্রদীপ - দীপোৎসব
Published : Nov 10, 2023, 11:05 PM IST
দীপাবলীর আগে সেজে উঠেছে অযোধ্যা । এবছর 'দীপোৎসব'-এ 21 লক্ষ প্রদীপ জ্বালিয়ে অযোধ্যার ঘাটগুলিকে আলোকিত করে আরও একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করতে চলেছে বলে খবর। এই উপলক্ষে সরযু নদীর তীর আলোকিত করার প্রস্তুতিও চলছে জোরকদমে। উৎসব চলাকালীন আরও একটি বিশ্ব রেকর্ড গড়ার জন্য 25 হাজারেরও বেশি স্বেচ্ছাসেবককে মোতায়েন করা হবে বলেও জানা গিয়েছে। 'রাম কি প্যারি ঘাট' এবং 'চৌধুরী চরণ সিং ঘাট'-সহ মোট 51টি ঘাটে স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হবে। এর আগে শুক্রবার ঘাটগুলি পরিদর্শন করেন অযোধ্যার জেলাশাসক এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । এর আগে বৃহস্পতিবার দীপোৎসব নিয়ে আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, ফের অযোধ্য়া এবং উত্তরপ্রদেশ রাজ্য ইতিহাস গড়তে চলেছে । অন্যদিকে, শনিবার দীপোৎসব উদযাপনের আগে অযোধ্যায় লেজার লাইট শো-এর ট্রায়ালও এদিন করা হয়েছে । জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, তাদের অনুমান এবছর কয়েক লক্ষ মানুষের সমাগম হবে এই দীপোৎসবে । তার জন্য আগেভাগে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর ।