ঘন কুয়াশায় মোড়া বীরভূমে মরশুমের শীতলতম দিন, ব্যাহত ট্রেন চলাচল - কুয়াশা
Published : Jan 14, 2024, 11:30 AM IST
Intense fog in Birbhum: জাঁকিয়ে পড়েছে শীত ৷ এর ফলে সকাল থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন বীরভূমের অধিকাংশ জায়গা । রবিবার সকালে তাপমাত্রা নেমে দাঁড়ায় 9 ডিগ্রিতে । যা চলতি মরশুমের সবচেয়ে শীতলতম দিন বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে । ঘন কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা ৷ যার জেরে সমস্ত ট্রেনেই দেরিতে চলছে । জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে শরীরকে উষ্ণতা রাখার চেষ্টা করছেন মানুষজন । কুয়াশার কারণে প্রভাতফেরিতে হাঁটা মানুষজনের সংখ্যাও এ দিন ছিল অনেক কম । অনেকে আবার এই ঘন কুয়াশাকে দার্জিলিংয়ের সঙ্গে তুলনা করছেন ।
শনিবার আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, গ্যাংটকের থেকেও কনকনে ঠান্ডা ছিল মেদিনীপুর ও বীরভূমে । রবিবারও একই ঠান্ডা রয়েছে কি না, আবহাওয়া দফতরের তরফে সে খবর এখনও পাওয়া না-গেলেও শীতে জবুথুবু বীরভূমবাসী । তবে কারও পৌষ মাস হলেও কারও এতে সর্বনাশ ৷ কারণ ঘন কুয়াশার জেরে চিন্তার ভাজ পড়েছে আলুচাষিদের কপালে । নলহাটির চামটি বাগান, তেজহাটি এলাকায় বীরভূমের সব থেকে বেশি আলু চাষ হয়ে থাকে । কুয়াশায় আলুচাষে ক্ষতি হবে বলে মনে করেছেন চাষিরা । তবে রবিবার দিনের এই মরশুমে চড়ুইভাতির ধুম দেখা গেল বীরভূমে ৷ বিভিন্ন জায়গা থেকে চড়ুইভাতি করতে বেরিয়ে পরেছে অনেকেই । বীরভূমের রামপুরহাট মহকুমার তারাপীঠ, নলহাটেশ্বরী, বৈধরার শালবনি-সহ এলাকায় পিকনিক করতে উপচে পড়েছে মানুষের ভিড় ।