পশ্চিমবঙ্গ

west bengal

বিজেপি বিধায়ককে কালো পতাকা তৃণমূলের

ETV Bharat / videos

Black Flag to BJP MLA: তুফানগঞ্জে বিজেপি বিধায়ককে কালো পতাকা তৃণমূলের - BJP MLA

By

Published : Mar 23, 2023, 2:25 PM IST

আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে দেখা করে ফেরার পথে তুফানগঞ্জের জোড়াইমোড়ে, বিজেপি বিধায়ককে (BJP MLA) দেখানো হল কালো পতাকা ৷ তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা রায়ের গাড়ি লক্ষ্য করে গতকাল কালো পতাকা ও ধিক্কার মিছিল দেখায় তৃণমূল। বুধবার বিকেলের এই ঘটনায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। বিক্ষোভের আঁচ বুঝতে পেরে ঘটনাস্থলে আগে থেকেই মোতায়েন ছিল বক্সিরহাট থানার পুলিশ। তৃণমূলের ভানুকুমারী 2 নম্বর অঞ্চলের সভাপতি সুজিত ঘোষ জানান, বালাকুঠি বউবাজার এলাকার এক বাড়িতে নাবালিকা মেয়েকে তুলে নিয়ে এসে রেখেছে, বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে ওই নাবালিকা মেয়ের বিয়ে দিলেন, সেটা কীভাবে সম্ভব। একজন বিধায়ক অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত থাকায় তাঁকে কালো পতাকা দেখানো হল। 

যদিও পুরো বিষয়টি নিয়ে বিজেপি নেতা নিত্যানন্দ মুন্সি জানান, যখন বিধায়ক মালতি রাভা খবর পেয়েছেন তখনই পুলিশ সুপারকে ফোন করেছিলেন। কিন্তু উনি ফোন ধরেননি। কেন তৃণমূল কালো পতাকা দেখাল? এর আগে দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে তৃমমূল-বিজেপি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তারপর এদিন তুফানগঞ্জের বিধায়ককে কালো পতাকা দেখানো ঘিরে ফের উত্তেজনা ছড়াল এলাকায় ৷ 

ABOUT THE AUTHOR

...view details