পশ্চিমবঙ্গ

west bengal

Recruitment Scam ETV BHARAT

ETV Bharat / videos

Recruitment Scam: সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফের মেজাজ হারালেন 'কালীঘাটের কাকু' - Debrup Banerjee

By

Published : Jun 12, 2023, 5:19 PM IST

আবারও মেজাজ হারালেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র ৷ আজ তাঁর জামাই দেবরূপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ইডি তলব করেছে ৷ সেই নিয়ে প্রশ্ন করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি ৷ মেজাজের সঙ্গে জবাব দেন, ‘‘কে, কোথায়, কত সম্পত্তি তৈরি করেছে আমি কী করে জানব ? সব সম্পত্তি কী আমার নাকি ? শুধু বাজে কথা বলছেন ৷ ডক্যুমেন্ট দেখান তো ৷’’ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রকে এ দিন জোকা ইএসআই হাসপাতালের এমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য ৷ 

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে কালীঘাটের কাকুকে গত 30 মে গ্রেফতার করেছে ইডি ৷ লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর পদে নাম ছিল তাঁর ৷ ইডি সূত্রে খবর, ওই সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছিল ৷ আর তা হত সুজয়কৃষ্ণের হাত ধরে ৷ এমনকি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত তাঁর বাড়ি ও ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় 20টি সম্পত্তির হদিশ পেয়েছিল ইডি ৷ তার মধ্যে কিছু সম্পত্তি তাঁর নামে ছিল ৷ আর কিছু সম্পত্তি তিনি পরিজনদের নামে কিনে রেখেছিলেন বলে অভিযোগ ৷ 

সেই সম্পত্তিগুলির বেশ কয়েকটি কালীঘাটের কাকুর জামাই দেবরূপ বন্দ্যোপাধ্যায়ের নামে কেনা বলে জানা গিয়েছে ৷ সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই, আজ তাঁকে তলব করেছে ইডি ৷ তবে, এ নিয়ে সুজয়কৃষ্ণ ভদ্রকে প্রশ্ন করতেই সংবাদ মাধ্যমের বিরুদ্ধেই মিথ্যে প্রচার করার অভিযোগ তুললেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details