পশ্চিমবঙ্গ

west bengal

বিশ্ব জল দিবস

ETV Bharat / videos

World Water Day: 'পরিবর্তন আসুক, জল বাঁচান' ; বিশ্ব জল দিবসে বালির ভাস্কর্যে আর্জি সুদর্শনের - বিশ্ব জল দিবসে বালির ভাস্কর্যে জল বাঁচানোর আর্জি

By

Published : Mar 22, 2023, 12:36 PM IST

জল যে আমাদের জীবনে কী তা আর আলাদা করে বলার দরকার হয় না ৷ কথাতেই আছে 'জলের অপর নাম জীবন' ৷ এই একটা কথায় বুঝিয়ে দেয় সবকিছু ৷ আর এই জলের গুরুত্ব ও সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর 22 মার্চ বিশ্ব জল দিবস পালিত হয়ে থাকে ৷ আর এই দিনে প্রখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক মানুষকে আহ্বান জানাতে ও জল সংরক্ষণের বার্তা দিতে পুরীর সমুদ্র সৈকতে বালি দিয়ে অসাধারণ এক চিত্রকলা তুলে ধরেন (Sand Art on World Water Day in Puri Sea Beach)৷ টুইট করে নিজেই এই বিষয়টি সকলকে জানান ৷ জল অপচয় রোধে বালুশিল্পী সুদর্শনের এই কাজ প্রশংসা কুড়িয়েছে সবার ৷ তিনি এভাবে বালি দিয়ে ভাস্কর্য তৈরি করে বিভিন্ন দিবসে মানুষকে সচেতনতার বার্তা দিয়ে থাকেন (Sudarsan Pattnaik Spreads Message of Save Water)৷ এমনকী কোনও মহান ব্যক্তিবর্গের জন্মদিনেও এভাবে বালি দিয়ে শিল্প গড়ে শুভেচ্ছা জানান সুদর্শন ৷ তাঁর এই অসামান্য শিল্প প্রতিবারই নজর কাড়ে সবার ৷ 

ABOUT THE AUTHOR

...view details