পশ্চিমবঙ্গ

west bengal

সিকিম-কালিম্পংয়ে তুষারপাত

ETV Bharat / videos

শীতের শুরুতে বরফে ঢাকল সিকিম-কালিম্পং, খুশিতে ডগমগ পর্যটকরা - তুষারপাত

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 5:08 PM IST

Snow Fall in sikkim and kalimpong: শীতের শুরুতেই তুষারপাত কালিম্পং ও সিকিমে ৷ দেখে মনে হবে যেন ভূস্বর্গে আছেন কিংবা এক লহমায় চোখের সামনে ভেসে উঠতে পারে সেলফিশ জায়ান্টের বরফে ঢাকা বাগান। যেখানে আপনি নিমেষে হারিয়ে যেতে পারেন বরফের মধ্যে ৷ মরশুমের শুরুতেই তুষারপাত দেখে খুশি পর্যটকমহল। তুষারপাত দেখে আর নিজেদের ধরে রাখতে পারলেন না পর্যটকরা ।

বুধবার সকালে পেলিং, লাচুং, ছাংগু, সীমানা এলাকায় ব্যাপক তুষারপাত হয় । যদিও এমনিতেই এখন পাহাড়ে ভরতি পর্যটক । প্রায় 80 শতাংশ ভরে রয়েছে পাহাড়ের হোটেলগুলি । জায়গা নেই হোমস্টেগুলিতেও । পাহাড়ে যেতে হলে অন্তত 5 থেকে 7 দিন আগে বুকিং করতে হচ্ছে । তার উপর যদি তুষারপাত হয় । ততে তো আর কথাই নেই, একেবারে সোনায় সোহাগা । একে শীতের মরশুম তার উপর তুষরাপাত । যা পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে এক প্রকার মাহেন্দ্রক্ষণ ৷ হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল এন্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "পর্যটকদের জন্য তুষারপাত একটা ভালো খবর। মূলত তুষারপাতের জন্যই পর্যটকরা পাহাড়ে বেড়াতে আসেন । এই সময়ে পাহাড়ে ঠাসা পর্যটক। হোম স্টেগুলোতেও সেভাবে জায়গা নেই। আর এদিনের তুষারপাতের পর আরও বেশি পর্যটক আসবে বলে আমরা আশাবাদী ।"

ABOUT THE AUTHOR

...view details