পশ্চিমবঙ্গ

west bengal

দুর্গাপুর পুজো মণ্ডপে সিঁদুর খেলা

ETV Bharat / videos

Bijoya Dashami 2023: বিষাদের সুরে আনন্দের সিঁদুর খেলা, অপেক্ষা আবার এক বছরের - বিষাদের সুরে আনন্দের সিঁদুর খেলা

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 6:36 PM IST

Updated : Oct 24, 2023, 9:16 PM IST

দীর্ঘ এক বছর অপেক্ষার পর উমা এসেছিল সপরিবারে বাপের বাড়িতে। আজ মহা দশমী। নীলকন্ঠ পাখি কৈলাসে উড়ে গিয়ে উমার ফের নিজ সংসারে ফেরার বার্তা দিয়েছে। তার সঙ্গেই বিষাদের বাদ্যি বেজে উঠেছে। নবপত্রিকা বিসর্জনের সঙ্গে সঙ্গে মায়ের ঘট বিসর্জিত হল বিভিন্ন জলাশয়ে। চোখের জলে মাকে বিদায় দিল বঙ্গবাসী ৷ মা দুর্গাকে মিষ্টি, পান, সুপারি, সিঁদুর দিয়ে বরণ করে নেওয়া হয়। দুর্গাপুরেও ধরা দিয়েছে দশমীর বিজয় খেলার সেই ছবি ৷ সিঁদুর খেলায় মত্ত মহিলারা। সিঁদুর মাখানোর পাশাপাশি একে অপরকে করালেন মিষ্টিমুখ। একে অপরের সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হয়ে বলে উঠলেন 'শুভ বিজয়া'। আবারও অপেক্ষা 365 দিনের। আবারও অপেক্ষা দেবী উমার মর্তে ফেরার। শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে নিয়ে এই 5 দিন মাতোয়ারা ছিলেন সকলে। মহালয়ার পরেই শুরু হয়েছিল দেবিপক্ষ। তার সঙ্গেই সূচনা হয়ে যায় দুর্গোৎসবের। কিন্তু আজ চোখের জলে ভাসিয়ে মা আপাতত বিদায় নিচ্ছেন মর্ত্য থেকে ৷ তবে মা দুর্গা জানান দিয়ে গেলেন অপেক্ষার শুরু এখন থেকেই ৷ আসছে বছর আবার মা আসবেন সপরিবারে ৷ 

Last Updated : Oct 24, 2023, 9:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details