পশ্চিমবঙ্গ

west bengal

বাগবাজার সর্বজনীনে সিঁদুর খেলা

ETV Bharat / videos

Bijoya Dashami 2023: বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোয় সাবেকি সাজে মহিলাদের ঐতিহ্যের সিঁদুর খেলা - vijayadashami 2023

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 6:07 PM IST

Updated : Oct 24, 2023, 8:02 PM IST

দিকে দিকে বিদায়ের সুর ৷ মা উমার ঘরে ফেরার পালা ৷ দশমীর বিজয়াতে তাই এই বছর মায়ের সঙ্গে সিঁদুর খেলার আনন্দে মেতে ওঠেন আপামর বঙ্গবাসী ৷ প্রত্যেক বছরের মতো এই বছরও বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোয় মহিলারা মেতে ওঠেন সিঁদুর খেলায় ৷ দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু হবে সিঁদুর খেলা ৷ সেই মতো প্রথা ও রীতি মেনেই দশমীর বিশেষ পুজো ও মায়ের কনকাঞ্জলির পর সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা ৷ স্থানীয়দের পাশাপাশি অন্যজেলা থেকেও মহিলারা আসেন এই দিন প্রতিমা দর্শন করতে ও সিঁদুর খেলায় অংশগ্রহণ করতে ৷ লাইন দিয়ে মাকে বরণ করে তারপর মেতে ওঠেন সিঁদুর খেলার আনন্দে ৷ আসলে বাগবাজার সর্বজনীন বরাবরই সেই ঐতিহ্য ও সাবেকিয়ানাকে ধরে রেখেছে বছরের পর বছর ধরে ৷ লাল পাড় সাদা শাড়ি, মাথায় ফুল দিয়ে এই একটা দিন প্রত্যেটি মহিলার সাজ নজর কাড়ে সকলের ৷ এই বছরও মণ্ডপ সজ্জায় দেওয়া হয় বিশেষ নজর ৷ মণ্ডপ তৈরি করা হয় জয়পুরের একটি মিউজিয়ামের আদলে ৷ মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে তৃতীয়া থেকে ভিড় জমান সকলে ৷

Last Updated : Oct 24, 2023, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details