পশ্চিমবঙ্গ

west bengal

মহিলা জওয়ানদের টহল

By

Published : Jul 5, 2023, 9:12 PM IST

ETV Bharat / videos

Panchayat Elections 2023: বাঁকুড়ার গ্রামে কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ানদের রুটমার্চ, আশ্বস্ত এলাকাবাসী

8 জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ একদফায় ভোট ৷ এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেই নির্দেশ ও রাজ্য নির্বাচন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাঠাতে শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ মোট 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা এরাজ্যে ৷ ইতিমধ্যেই বেশ কয়েক কোম্পানি বাহিনী রাজ্যে এসেছে ৷ তাঁদের মধ্যে আছেন মহিলা জওয়ানরাও ৷ সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোট সম্পন্ন করার জন্য বাঁকুড়া জেলাতেও এসে পৌঁছেছে কয়েক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী । বুধবার বাঁকুড়া দু'নম্বর ব্লকের জগন্নাথবাটি গ্রামে এক কোম্পানির সিআরপিএফ মহিলা বাহিনীর রুটমার্চ হয় । বাঁকুড়া সদর থানার পুলিশের তত্ত্বাবধানে কেন্দ্রীয় বাহিনীর এই রুট মার্চ সম্পন্ন হয় ৷ তবে নিয়মমাফিক শুধু রুট মার্চই নয়, সাধারণ মানুষের মধ্য আস্থা বাড়ানোর জন্য তাঁদের সঙ্গে কথাও বলেন জওয়ানরা ৷ কোথাও কোনও অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হলে তা সরাসরি বাহিনীকে জানাতেও বলা হয়েছে ৷ গ্রামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আসায় তাঁরা ভোট নিয়ে আশ্বস্ত বলেও জানিয়েছেন এলাকাবাসী ৷

ABOUT THE AUTHOR

...view details