PM Narendra Modi: পরনে কেরলের ঐতিহ্যবাহী পোশাক, কোচিতে রোড-শো প্রধানমন্ত্রীর - road show of pm modi in Kochi
সোমবার বিকালে কোচিতে মেগা রোড-শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন কিছুটা পায়ে হেঁটে ও গাড়িতে চড়তে জনসংযোগ করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে ৷ তাঁর এই কর্মসূচি উপলক্ষে এদিন কেরলের ঐতিহ্যবাহী পোশাক মুণ্ডু পরেছিলেন প্রধানমন্ত্রী ৷ প্রায় 1.8 কিলোমিটারের এই রোড-শোতে নরেন্দ্র মোদিকে দেখতে কোচিবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ পেরুমান্নুর জংশন থেকে আলুভার স্যাক্রেট হার্ট কলেজ গ্রাউন্ড পর্যন্ত এদিন রোড-শো করেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রীর উদ্দেশে এদিন ফুলের পাঁপড়িও ছোড়া হয়, পালটা হাত নেড়ে সকলকে অভিবাদন জানান তিনি ৷ রোড শো'র শেষে এদিন যুবদের জন্য আয়োজিত যুবম কনক্লেভে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে দেশের যুবসম্প্রদায়ের চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি মেলে বলে এদিন ওই অনুষ্ঠানে জানান নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, কেন্দ্র যুব সমাজের স্বার্থেই নানা সংস্কারমূলক কর্মসূচি নিচ্ছে ও যুবরা তা সফল করে দেখাচ্ছেন ৷ উল্লেখ্য, সোমবার দু'দিনের কেরল সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার তাঁর একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কথা রয়েছে তিরুঅনন্তপুরমে ৷ হুমকি চিঠির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই সফর চলাকালীন নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়েছে ৷