Chanar Jilipi: দশমীতে বাড়িতেই বানান ছানার জিলিপি - বিজয়া দশমী
আজ বিজয়া দশমী ৷ উমার পিতৃগৃহ ছেড়ে দেবভূমে ফিরে যাওয়ার দিন (Chanar Jilipi)৷ তাই বিষণ্ণতা চারিদিকে ৷ ঘরের মেয়েকে বিদায়ের মধ্যে দিয়ে বাঙালির মেতে উঠে দশমীতে ৷ মিষ্টিমুখে করিয়ে দূরের মানুষকে করে নেন আপন ৷ তাই দশমী মানেই মিষ্টি মুখ ৷ আর মিষ্টিতে যদি থাকে ছানার জিলিপি তবে তো আর কথাই নেই ৷ এবার ঘরেই বানিয়ে ফেলুন ছানার জিলিপি ৷ কী করে বনাবেন রইল সেই পদ্ধতি ৷
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST