পশ্চিমবঙ্গ

west bengal

কবি সাহিত্যিকদের লেখা ছাপাবে রাজভবন

ETV Bharat / videos

Raj Bhavan: বাংলার নতুন প্রজন্মের কবি-সাহিত্যিকদের লেখা ছাপাবে রাজভবন

By

Published : May 18, 2023, 12:33 PM IST

নতুন প্রজন্মের কবি-সাহিত্যিক এবং লেখকদের সুখবর দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।তাঁদের বই ছাপবে রাজভবন। অনেক ক্ষেত্রে তাঁরা একটি সমস্যায় পড়েন। দেখা যায় তাদের রচিত কবিতা, সাহিত্য, উপন্যাস কিংবা গল্পের গুণগত মান ভালো হলেও তা ছাপতে বিশেষ কেউ আগ্রহ দেখান না। তাঁরা নতুন বলে যোগাযোগ এবং পরিচিত থাকে না । আর তাই বই ছাপাতে প্রকাশকও পান না তাঁরা। গুণগতমান ভালো হওয়ার পরও প্রকাশকদের অনিচ্ছার কারণে বই প্রকাশিত হতে পারে না । এই সমস্ত ক্ষেত্রে নতুন প্রজন্মের সাহিত্যিক, লেখকদের লেখা ছাপাবে রাজভবন। বুধবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস মালয়ালম ভাষায় লেখা নতুন বই 'অকশারা পুজায়িলাম' প্রকাশ অনুষ্ঠানে নিজেই একথা ঘোষণা করেছেন। 

রাজ্যপাল সিভি আনন্দ বোস একাধারে লেখক সাহিত্যিক প্রাক্তন প্রশাসনিক কর্তাও। তার লেখা বহু বই উপন্যাস কবিতা আছে। ইংরেজি, মালয়ালম ও হিন্দি-সহ 32 বইয়ের বিভিন্ন ভাষায় অনূদিত করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "আমি বাংলার সাধারণ মানুষের জন্যও একটা কবিতা লিখেছি। 15টি বই লিখেছি। যার মধ্যে 6টি বই আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। এটা শুধু একটা বই নয় এতে আমার মনের চিন্তাধারা রয়েছে। আমার বই থেকে যে আয় হবে সেটা আমি নতুন প্রজন্মের জন্য ব্যয় করব। নতুন প্রজন্মের লেখকের বই প্রকাশিত হবে রাজভবন থেকে। যাঁরা প্রকাশক পাচ্ছেন না অথচ ভালো লিখছেন তাঁদের লেখা ছাপাবে রাজভবন।" 

ABOUT THE AUTHOR

...view details