পশ্চিমবঙ্গ

west bengal

বৃষ্টি রাজ্যে

ETV Bharat / videos

Rain in Bengal: সপ্তাহের শুরুতে স্বস্তির বৃষ্টি রাজ্যে, ভিজল কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলা

By

Published : Apr 24, 2023, 5:02 PM IST

সকাল থেকেই চলছিল রোদ-মেঘের লুকোচুরি খেলা ৷ তেইশ দিন পরে অবশেষে সোমবার ঝমঝমিয়ে বৃষ্টি নামল রাজ্যে ৷ প্রচণ্ড গরমে তাপপ্রবাহের পর স্বস্তি পেলেন সাধারণ মানুষ। শুধু কলকাতা নয়, এদিন বৃষ্টিতে ভিজল নদিয়া, হাওড়া, হুগলি। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর টানে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে । কলকাতাতে মেঘলা আকাশ সকাল থেকেই ছিল । তারই রেশ ধরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হল ৷ এদিন এবং মঙ্গলবারের মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে । 50 কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ হতে পারে কলকাতাতে বলে জানা গিয়েছে । সোম ও মঙ্গলবার তাপমাত্রা সামান্য কমলেও বুধবার থেকে ফের উষ্ণ হবে রাজ্য । আজ কলকাতা এবং তৎপার্শবর্তী অঞ্চলে মধ্য দুপুরের তাপমাত্রা সর্বোচ্চ 33.8 ডিগ্রী ৷ যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রী কম । সর্বনিম্ন তাপমাত্রা 25.7 ডিগ্রি ৷ যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 82 শতাংশ । 

ABOUT THE AUTHOR

...view details