Private Bus Owners Slammed Police : 'অকারণে জরিমানা', পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বাস মালিকরা - kolkata slammed police over traffic fine
ট্রাফিক আইন লঙ্ঘন করছেন ট্রাফিকের রক্ষকরাই । এমনটাই অভিযোগ বেসরকারি বাস মালিক সংগঠনের। গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র অনেকেই সঙ্গে নিয়ে ঘোরেন না ৷ চালকদের সুবিধার্থে এসেছে ডিজিলকার বা এম পরিবহণ অ্যাপ ৷ এই অ্যাপে নথি ভুক্তর ফলে গাড়ির নম্বর দিলে সহজেই সমস্ত তথ্য উঠে আসে ৷ তারপরেও পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে বাস চালকদের ৷ বাস চালকরা নথি দেখালেও তাঁদের ঘণ্টার ঘণ্টা দাঁড় করিয়ে রাখছেন কর্তব্যরত পুলিশ ৷ এমনই অভিযোগ বেসকারি বাস মালিক সংগঠনের ৷
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST