BJP Nabanna Abhijan: বিধায়ক-কর্মীদের ট্রেনে উঠতে দিল না পুলিশ, ধুন্ধুমার তুফানগঞ্জ স্টেশনে
মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ৷ সেই উপলক্ষে কোচবিহার থেকে একটি বিশেষ ট্রেনে বিজেপি কর্মীদের নিয়ে আসার ব্যবস্থা করা হয় । ট্রেনটি তুফানগঞ্জ স্টেশন থেকে রওনা দিয়ে নিউ কোচবিহার হয়ে কলকাতার উদ্দেশ্যে আসার কথা ছিল দুপুর সাড়ে তিনটেয় । তার আগে স্টেশনে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় । এরই মাঝে যে সমস্ত বিজেপি কর্মীরা ট্রেনে উঠতে এসেছিলেন তাদেরকে বাধা দেয় পুলিশ বলে অভিযোগ (Police prevent BJP MLA and workers from boarding train) । পাশাপাশি বিজেপি বিধায়ক মালতি রাভা রায়কেও পুলিশ স্টেশনে প্রবেশের অনুমতি দেয়নি বলে অভিযোগ ওঠে । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST